জঙ্গি দমনে ভালো কাজ করেছিলেন হাসিনা: আমেরিকা
ওয়াশিংটন: উৎখাতের জন্য আমেরিকাকেই দায়ী করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেটা ছিল বাইডেন জমানা। এবার আমেরিকায় পালাবদল হয়েছে। ট্রাম্প জমানায় কি ফের বাংলাদেশে হাসিনা রাজ ফিরে আসবে? কারণ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা উদ্বেগ চেপে রাখেনি। ট্রাম্প জমানায় দক্ষিণ এশিয়ার দায়িত্বে ছিলেন লিসা কার্টিস। শুক্রবার হাসিনার শাসনকালের কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ এখন কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার উৎখাত ও রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের প্রয়াস আশার সৃষ্টি করেছিল। মানুষের মনে আশা ছিল, এবার গণতান্ত্রিক পরিকাঠামো অনেক সক্তিশালী হবে। কিন্তু এখন উদ্বেগ বাড়ছে। বহু জঙ্গিকে জেল তেকে মুক্ত করা হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা উত্তরোত্তর বাড়ছে।’ গুলশন হামলার প্রসঙ্গত তুলে হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসের ইতিহাস রয়েছে। ২০১৬ সালের হোলি আর্টিজান বেকারিতে হামলা হয়েছে। বাংলাদেশে আইএস তাদের কার্যকলাপ বাড়িয়ে তুলেছিল। কড়া হাতে জঙ্গিদমনে ভালো কাজ করেছিলেন শেখ হাসিনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আবার সেই জঙ্গিরাই ফিরে আসছে রাজনীতিতে। যা বাংলাদেশের পক্ষে অশনিসঙ্কেত।’ সূত্রে- বর্তমান
0 Comments